Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় ২০২৪ সালের নতুন সদস্য ভর্তি বিজ্ঞপ্তি
বিস্তারিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্প

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়

কমলগঞ্জ, মৌলভীবাজার।


ভর্তি বিজ্ঞপ্তি

মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার পৌরসভা ও প্রতিটি ইউনিয়নে একটি করে কিশোর কিশোরী ক্লাব স্থাপন করা হয়েছে।

২০২৪ সালের (০১ জানুয়ারী হতে) নতুন ব্যাচে প্রতিটি কিশোর কিশোরী ক্লাবে ক্লাবপ্রতি ২০জন কিশোরী এবং ১০ জন কিশো সদস্য ভর্তি করা হবে।


ভর্তির যোগ্যতা:

১। বয়স ১০-১৯ বছরের মধ্যে হতে হবে।

২। সদস্যের জন্মনিবন্ধন সনদ থাকতে হবে।

৩। সপ্তাহে দুইদিন (শুক্রবার ও শনিবার) নিয়মিত ক্লাস(২ঘন্টা) করার মানসিকতা থাকতে হবে।


ভর্তির জন্য যা যা প্রয়োজন:

১। জন্মসনদের ফটোকপি ১ কপি।

২। পাসপোর্ট সাইজের ছবি ১ কপি।

৩। অভিভাবকের সচল মোবাইল নাম্বার ও সম্মতি।


সম্পূর্ণ বিনামূল্যে যে সকল সেবা প্রদান করা হবে:

১। আবৃত্তি ও কণ্ঠশীলন

২। সংগীত ও কণ্ঠশীলন

৩। আত্মরক্ষার কৌশল রপ্ত করার জন্য ক্যারাটে প্রশিক্ষণ।

৪। প্রতি ক্লাসে পুষ্টিকর নাস্তা।

৫। কিশোরীদের স্যানিটারী ন্যাপকিন।

৬। জীবন দক্ষতামূলক প্রশিক্ষণ।

৭। জ্ঞান অর্জনের জন্য সদস্যদের বিভিন্ন রকমের বই।

৮। বিভিন্ন ধরনের খেলার সামগ্রী।

৯। কিশোর কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা ও বয়:সন্ধিকালীন ধারণা প্রদান।

১০। নারী নির্যাতন, বাল্যবিবাহ প্রতিরোধে, যৌতুক নিরসন ও শিশু অধিকার ইত্যাদি বিষয়ে ধারণা প্রদান।

১১। প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট প্রদানসহ বিভিন্ন বিষয়ে সতেচন।


তাই আপনার সন্তানের জ্ঞান, দক্ষতা বৃদ্ধি, দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে নিজের, সমাজের এবং দেশের উন্নয়নে অবদান রাখার মত সুনাগরিক হিসেবে গড়ে তুলতে আজই যোগাযোগ করুন "উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়" অথবা আপনার ইউনিয়নের স্থাপিত কিশোর কিশোরী ক্লাবে।



ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
26/11/2023
আর্কাইভ তারিখ
30/06/2024