উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, যৌতুক ও বাল্য বিবাহ প্রতিরোধ
১। নির্যাতিত নারী ও শিশুদের অভিযোগ গ্রহণ করা হয়;
২। শুনানী গ্রহণের জন্য উভয় পক্ষকে নোটিশ প্রদান করা হয়;
৩। উভয় পক্ষের শুনানী গ্রহণ পূর্বক সমস্যার সমাধান করা হয়; অন্যথায় পরবর্তী ব্যবস্থা গ্রহণের দিক নির্দেশনা দেওয়া হয়।
বাল্য বিবাহ
বাল্য বিবাহের অভিযোগ পেলে সাথে সাথে থানা প্রশাসনের সহযোগীতায় বিয়ে বন্ধ করার উদ্যোগ নেওয়া হয় এবং বিয়ে বন্ধ করা হয়।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর মামলা তদন্ত
১। কোর্ট হতে মামলা প্রাপ্তি স্বাপেক্ষে শুনানীর জন্য নোটিশ প্রদান;
২। শুনানী গ্রহণ;
৩। স্থানীয়ভাবে মিমাংশা করতে চাইলে বাদিনীর সম্মতিতে সময় প্রদান;
৪। তদন্তকারী কর্মকর্তা হিসেবে সরজমিন তদন্ত;
৫। কোর্টে প্রতিবেদন প্রেরণ।
আমলগ্রহণকারী আদালত এর মামলা
১। কোর্ট হতে মামলা প্রাপ্তি স্বাপেক্ষে সংক্ষুব্ধ ব্যাক্তিকে নোটিশ প্রদান এবং থানায় পত্র প্রেরণ;
২। নির্ধারিত তারিখে সংক্ষুব্ধ ব্যাক্তিকে নিয়ে পুলিশসহ প্রতিপক্ষের বাড়িতে গমন এবং সংযুক্ত তালিকায় বর্ণিত মালামালের তালিকা ও প্রতিবেদন প্রস্তুত;
৩। তালিকা ও প্রতিবেদন কোর্টে প্রেরণ;
৪। ২য় বার আদেশ প্রাপ্তি স্বাপেক্ষে সংক্ষুব্ধ ব্যাক্তিকে নোটিশ প্রদান এবং থানায় পত্র প্রেরণ;
৫। নির্ধারিত তারিখে সংক্ষুব্ধ ব্যাক্তিকে নিয়ে পুলিশসহ প্রতিপক্ষের বাড়িতে গমন এবং সংযুক্ত তালিকা মোতাবেক মালামাল উদ্ধার করে সংক্ষুব্ধ ব্যাক্তিকে বুঝিয়ে দেয়া;
৬। পুনরায় কোর্টে প্রতিবেদন প্রেরণ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস